বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্ধুত্বের বন্ধনে এক উজ্জ্বল দৃষ্টান্ত: ‘বিশ্ব বন্ধু – ৯৪ পরিবার’-এর মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত আপনাদের পাশে আছি, থাকব আপনাদেরই : খান সাঈদ হাসান জ্যোতি – সাবেক ডিআইজি (অব:) গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ নির্বাচনে সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উত্তরায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ: প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন এস এ মাহমুদ হিমুর সভাপতিত্বে ফিলিপাইনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সভা। নবম বর্ষে গাছা প্রেসক্লাব, নৌভ্রমণে সাংবাদিক ও পরিবারের মিলনমেলা অবসরপ্রাপ্ত মার্কিন বিচারক ফ্র্যাংক ক্যাপ্রিও’র জীবনাবসান রামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক সাখাওয়াত হোসেন স্মরণে দোয়া ও স্মরণ সভা বগুড়া ধুনটে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে ‘অনুপ্রবেশকারীদের’ বিরুদ্ধে হুঁশিয়ারি সাদিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন, বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার হাতে গুলশানের বাড়ির কাগজ পৌঁছে দিয়েছে সরকার

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে গুলশানের বাড়ির নামজারির কাগজ পৌঁছে দিয়েছে সরকার।

বুধবার রাত নয়টার দিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার হাতে নামজারির কাগজ তুলে দেন। এ সময় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার সাংবাদিকদের বলেন, উপদেষ্টা আদিলুর রহমান খানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসেছিলেন। আধা ঘণ্টার মতো তারা ছিলেন। এটা সৌজন্য সাক্ষাৎ ছিল।

বাড়ির নামজারির কাগজ হস্তান্তরের বিষয়ে তিনি বলেন, উপদেষ্টা কিছু কাগজ নিয়ে এসেছিলেন। সেগুলো দিয়েছেন। তবে এটা কিসের কাগজ, তা তিনি জানেন না।

১৯৮১ সালের ৩১ মে প্রেসিডেন্ট থাকা অবস্থায় জিয়াউর রহমানের মৃত্যুর পর তাঁর স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় দেড় বিঘা জমির ওপর অবস্থিত ওই বাড়ি বরাদ্দ দেওয়া হয়। বাড়িটি খালেদা জিয়া গুলশানে ‘ফিরোজা’ নামের যে বাড়িতে থাকেন, সেটির কাছেই। এর বাইরে ঢাকা সেনানিবাসের ভেতরও আরেকটি বাড়ি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে বিগত আওয়ামী লীগ সরকার সেনানিবাসের বাড়িটির বরাদ্দ বাতিল করে।

গুলশানের বাড়িটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিয়ন্ত্রণেই আছে। তবে তাঁর নামে নামজারি করা ছিল না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর খালেদা জিয়ার নামে বাড়িটি নামজারি করা হয়।

গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার বাড়ির নামজারির বিষয়টি আগেই সম্পন্ন করেছে সরকার। আনুষ্ঠানিকভাবে নামজারির কাগজটি বেগম খালেদা জিয়ার হাতে তুলে দিতে চেয়েছে সরকার। কিন্তু বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে এই আনুষ্ঠানিকতা দেরি হয়।

সূত্রঃ বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page