ঢাকা, ১০ ডিসেম্বর: নির্বাচন কমিশনের (ইসি) আসন সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের এই সিদ্ধান্তের ফলে বাগেরহাটের সংসদীয় আসন চারটি এবং গাজীপুরের আসন পাঁচটিই বহাল থাকছে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) আদালত এই রায় দেন।
এর আগে গত ১০ নভেম্বর হাইকোর্ট বিভাগ বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি এবং গাজীপুরের পাঁচটি থেকে বাড়িয়ে ছয়টি নির্ধারণ করে জারি হওয়া ইসির প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করেন। হাইকোর্ট তার রায়ে আগের সীমানা অনুযায়ী বাগেরহাটে চারটি এবং গাজীপুরে পাঁচটি আসন বহাল রাখতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের সেই রায়ই আজ আপিল বিভাগ বহাল রাখলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩০ জুলাই ইসি তিনশ’ আসনের সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করে। ভোটার ও জনসংখ্যার সামঞ্জস্য আনার যুক্তি দেখিয়ে সেখানে বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি এবং গাজীপুরে একটি বাড়িয়ে ছয়টি নির্ধারণ করা হয়। দাবি-আপত্তির শুনানি শেষে ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করা হলেও, সেখানেও আসন কমানো ও বাড়ানোর আগের সিদ্ধান্ত বহাল ছিল।
দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি সংসদীয় আসনে (বাগেরহাট-১, ২, ৩, ৪) নির্বাচন হয়ে আসছিল। আদালতের রায়ের ফলে সেই পুরোনো আসন সংখ্যাই কার্যকর হচ্ছে।
