বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে তারেক রহমানের আগমন ঘিরে গণজোয়ার: বিসিক শিল্প পার্কে প্রস্তুতির চূড়ান্ত তদারকি প্রবাসী সম্মাননায় ভূষিত বদরুল মোক্তাকীন চৌধুরী: বুরুঙ্গা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা টঙ্গীতে ফুটপাতের দোকানের ফুটন্ত পানিতে দগ্ধ ৬ বছরের শিশু: অবহেলায় বিপন্ন শৈশব মাওনা বাজারে যৌথবাহিনীর ঝটিকা অভিযান: অস্ত্র ও গুলিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী আকাশ আটক শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় মায়ের মৃ/ত্যু বেগম খালেদা জিয়ার প্রয়াণে গাকৃবি উপাচার্যের শোক: জান্নাতুল ফেরদাউস কামনা ও শ্রদ্ধাঞ্জলি গাকৃবি শিক্ষক সমিতিতে নারী নেতৃত্বের জয়গান: সভাপতি ড. আইভী ও সম্পাদক ড. সাইফুল হাড়কাঁপানো শীতে কাঁপছে দেশ: ৬৪ জেলার তাপমাত্রার বিস্তারিত চিত্র কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহারের প্রবেশদ্বার তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: যেভাবে ডাউনলোড করবেন আপনার প্রবেশপত্র

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: যেভাবে ডাউনলোড করবেন আপনার প্রবেশপত্র

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ’ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে শুরু হয়েছে। আবেদনকারী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত ওয়েবসাইট থেকে তাঁদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের আবেদনে উল্লেখিত মুঠোফোন নম্বরে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের নির্দেশনা সম্বলিত এসএমএস পাঠানো হচ্ছে।

প্রবেশপত্র ডাউনলোডের নিয়মাবলী: প্রবেশপত্র সংগ্রহের জন্য প্রার্থীদের প্রথমে http://admit.dpe.gov.bd/applicant/login ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে ‘DOWNLOAD ADMIT CARD BY USER ID/PASSWORD’ অপশনে ক্লিক করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করা যাবে। এছাড়া কোনো প্রার্থী চাইলে তাঁর এসএসসির রোল, বোর্ড ও পাসের সাল ব্যবহার করে ‘DOWNLOAD ADMIT CARD BY SSC ROLL/BOARD/YEAR’ অপশনের মাধ্যমেও প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড শেষে প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।

পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা: পরীক্ষায় অংশগ্রহণের জন্য রঙিন প্রবেশপত্রের পাশাপাশি প্রার্থীর মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি/স্মার্টকার্ড) অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রবভিতরে মুঠোফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস, বই বা কোনো প্রকার নোট নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো পরীক্ষার্থীর কাছে এসব নিষিদ্ধ সামগ্রী পাওয়া যায়, তবে তাঁকে তাৎক্ষণিক বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গতকাল ‘হিসাব সহকারী’ পদের পরীক্ষা স্থগিত করা হলেও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে অধিদপ্তর। কোনো প্রকার প্রতারণার ফাঁদে না পা দিয়ে সতর্ক থাকার জন্য পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page