বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে তারেক রহমানের আগমন ঘিরে গণজোয়ার: বিসিক শিল্প পার্কে প্রস্তুতির চূড়ান্ত তদারকি প্রবাসী সম্মাননায় ভূষিত বদরুল মোক্তাকীন চৌধুরী: বুরুঙ্গা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা টঙ্গীতে ফুটপাতের দোকানের ফুটন্ত পানিতে দগ্ধ ৬ বছরের শিশু: অবহেলায় বিপন্ন শৈশব মাওনা বাজারে যৌথবাহিনীর ঝটিকা অভিযান: অস্ত্র ও গুলিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী আকাশ আটক শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় মায়ের মৃ/ত্যু বেগম খালেদা জিয়ার প্রয়াণে গাকৃবি উপাচার্যের শোক: জান্নাতুল ফেরদাউস কামনা ও শ্রদ্ধাঞ্জলি গাকৃবি শিক্ষক সমিতিতে নারী নেতৃত্বের জয়গান: সভাপতি ড. আইভী ও সম্পাদক ড. সাইফুল হাড়কাঁপানো শীতে কাঁপছে দেশ: ৬৪ জেলার তাপমাত্রার বিস্তারিত চিত্র কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহারের প্রবেশদ্বার তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: যেভাবে ডাউনলোড করবেন আপনার প্রবেশপত্র

গাকৃবি শিক্ষক সমিতিতে নারী নেতৃত্বের জয়গান: সভাপতি ড. আইভী ও সম্পাদক ড. সাইফুল

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির (গাকৃবিশিস) ২০২৬ মেয়াদের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম।

এই নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে প্রথম নারী সভাপতি হিসেবে নাম লিখিয়ে এক অনন্য নজির স্থাপন করলেন প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। আজ ২৮ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ড. মোঃ শামীম হোসেন নোমান। নবনির্বাচিত এই কার্যনির্বাহী পরিষদে সহ-সভাপতি পদে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ মনজুরুল হক নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউদ্দিন কামাল। যুগ্ম সম্পাদক পদে কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন এবং কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান জয়লাভ করেছেন। সাংগঠনিক সম্পাদক পদে কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. শেখ শামীম হাসান এবং দফতর সম্পাদক পদে মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফলে আরও দেখা যায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সেচ ও পানি সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জেনেটিক্স অ্যান্ড ফিশ ব্রিডিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল আলম এবং গবেষণা সম্পাদক পদে রিমোট সেন্সিং অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ফরহাদুর রহমান নির্বাচিত হয়েছেন। সদস্যপদে বিজয়ী হয়েছেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ আবু আশরাফ খান, ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর ড. মোঃ আশরাফুল হক, কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ আহসানুল হক, কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম এবং কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. কাজী তামীম রহমান।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী শিক্ষকবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জানান যে, শিক্ষকদের অধিকার, মর্যাদা ও ঐক্য সুদৃঢ় করতে তিনি দায়বদ্ধতার সঙ্গে কাজ করবেন। সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম তাঁর প্রতিক্রিয়ায় শিক্ষক সমিতিকে আরও গতিশীল, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার মাধ্যমে একটি শক্তিশালী পরিষদ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page