গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন কলেজ গেট এলাকায় ফুটপাতের একটি ডিমের দোকানের ফুটন্ত গরম পানিতে দগ্ধ হয়ে এক পথশিশু গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। দগ্ধ শিশুটির নাম মোঃ ইয়াসিন (৬)। সে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বাকির হোসেনের ছেলে। বর্তমানে শিশুটি স্থানীয় একটি হাসপাতালে যন্ত্রণায় ছটফট করছে। জনাকীর্ণ ফুটপাতের পাশে নিরাপত্তার তোয়াক্কা না করে এভাবে ব্যবসা পরিচালনা করায় স্থানীয় সচেতন মহলের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশু ইয়াসিন কলেজ গেট এলাকার ফুটপাত দিয়ে হাঁটছিল। এ সময় ফুটপাতের পাশে অবস্থিত একটি ডিমের দোকানে চুলায় রাখা ফুটন্ত গরম পানি হঠাৎ ছিটকে ওই শিশুর শরীরের ওপর পড়ে। এতে তার শরীরের বেশ কিছু অংশ তাৎক্ষণিকভাবে ঝলসে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে পাশের এশিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থার গুরুত্ব বিবেচনা করে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা প্রদান করছেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন খান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক। বিষয়টি জানার সাথে সাথে আমি পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” এদিকে, জনসাধারণের চলাচলের জায়গায় এভাবে বিপজ্জনক পদ্ধতিতে গরম পানি ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা ফুটপাত দখলমুক্ত করা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নিয়মিত তদারকির জোরালো দাবি জানিয়েছেন।
