শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে তারেক রহমানের আগমন ঘিরে গণজোয়ার: বিসিক শিল্প পার্কে প্রস্তুতির চূড়ান্ত তদারকি প্রবাসী সম্মাননায় ভূষিত বদরুল মোক্তাকীন চৌধুরী: বুরুঙ্গা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা টঙ্গীতে ফুটপাতের দোকানের ফুটন্ত পানিতে দগ্ধ ৬ বছরের শিশু: অবহেলায় বিপন্ন শৈশব মাওনা বাজারে যৌথবাহিনীর ঝটিকা অভিযান: অস্ত্র ও গুলিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী আকাশ আটক শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় মায়ের মৃ/ত্যু বেগম খালেদা জিয়ার প্রয়াণে গাকৃবি উপাচার্যের শোক: জান্নাতুল ফেরদাউস কামনা ও শ্রদ্ধাঞ্জলি গাকৃবি শিক্ষক সমিতিতে নারী নেতৃত্বের জয়গান: সভাপতি ড. আইভী ও সম্পাদক ড. সাইফুল হাড়কাঁপানো শীতে কাঁপছে দেশ: ৬৪ জেলার তাপমাত্রার বিস্তারিত চিত্র কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহারের প্রবেশদ্বার তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: যেভাবে ডাউনলোড করবেন আপনার প্রবেশপত্র

প্রবাসী সম্মাননায় ভূষিত বদরুল মোক্তাকীন চৌধুরী: বুরুঙ্গা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমের পক্ষ থেকে রাষ্ট্রীয় ‘প্রবাসী সম্মাননা ২০২৫’ এ ভূষিত হওয়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক বদরুল মোক্তাকীন চৌধুরীকে বুরুঙ্গা ইউনিয়নের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের ডিজিটাল গাইড লাইন সেন্টারে এই উপলক্ষে এক আনন্দঘন শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক শিক্ষক আব্দুল বাছিতের সভাপতিত্বে এবং মাজহারুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। বক্তারা তাঁদের বক্তব্যে প্রবাসীদের অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজসেবায় বদরুল মোক্তাকীন চৌধুরীর নিরলস প্রচেষ্টাকে নতুন প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।

উল্লেখ্য, মানবকল্যাণ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গত ২৭ ডিসেম্বর সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। বদরুল মোক্তাকীন চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তাঁর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন BCCC ট্রাস্টের পরিচালক রুমা আক্তার। প্রবাসে থেকেও নাড়ির টানে দেশের মানুষের পাশে থাকা এবং জনহিতকর কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখায় এলাকাবাসী তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিসিসিবি ট্রাস্টের কর্ণধার ও যুক্তরাষ্ট্র ল’ সোসাইটির আজীবন সদস্য এই গুণী ব্যক্তিত্বের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামছুল আলম, প্রশিক্ষক শামিম আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page