সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে তারেক রহমানের আগমন ঘিরে গণজোয়ার: বিসিক শিল্প পার্কে প্রস্তুতির চূড়ান্ত তদারকি প্রবাসী সম্মাননায় ভূষিত বদরুল মোক্তাকীন চৌধুরী: বুরুঙ্গা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা টঙ্গীতে ফুটপাতের দোকানের ফুটন্ত পানিতে দগ্ধ ৬ বছরের শিশু: অবহেলায় বিপন্ন শৈশব মাওনা বাজারে যৌথবাহিনীর ঝটিকা অভিযান: অস্ত্র ও গুলিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী আকাশ আটক শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় মায়ের মৃ/ত্যু বেগম খালেদা জিয়ার প্রয়াণে গাকৃবি উপাচার্যের শোক: জান্নাতুল ফেরদাউস কামনা ও শ্রদ্ধাঞ্জলি গাকৃবি শিক্ষক সমিতিতে নারী নেতৃত্বের জয়গান: সভাপতি ড. আইভী ও সম্পাদক ড. সাইফুল হাড়কাঁপানো শীতে কাঁপছে দেশ: ৬৪ জেলার তাপমাত্রার বিস্তারিত চিত্র কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহারের প্রবেশদ্বার তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: যেভাবে ডাউনলোড করবেন আপনার প্রবেশপত্র

মাওনা বাজারে যৌথবাহিনীর ঝটিকা অভিযান: অস্ত্র ও গুলিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী আকাশ আটক

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রবিরোধী এক বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আকাশ (২৮) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শ্রীপুর উপজেলার মাওনা বাজার সংলগ্ন পিয়ার আলী কলেজ রোড এলাকায় এই শ্বাসরুদ্ধকর অভিযান চালানো হয়। ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর অর্ণবের নেতৃত্বে সেনাবাহিনী এবং র‍্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের একটি প্রতিনিধি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি ভাঙারির দোকানে হানা দিয়ে অস্ত্রসহ আকাশকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

অভিযান শেষে গ্রেপ্তারকৃত আকাশের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেপ্তারকৃত আকাশ মাওনা এলাকারই বাসিন্দা। পুলিশ রেকর্ড অনুযায়ী, তার বিরুদ্ধে ইতিপূর্বেও ডাকাতি ও মাদক সংক্রান্ত অন্তত দুটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে র‍্যাব-১ এর কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে শ্রীপুর থানায় সোপর্দ করার কথা রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে থানায় হস্তান্তরের পর অস্ত্র আইনে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা পূর্বের মামলাগুলোও গুরুত্বের সাথে যাচাই করা হচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এই গ্রেপ্তারের খবরে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page