সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে তারেক রহমানের আগমন ঘিরে গণজোয়ার: বিসিক শিল্প পার্কে প্রস্তুতির চূড়ান্ত তদারকি প্রবাসী সম্মাননায় ভূষিত বদরুল মোক্তাকীন চৌধুরী: বুরুঙ্গা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা টঙ্গীতে ফুটপাতের দোকানের ফুটন্ত পানিতে দগ্ধ ৬ বছরের শিশু: অবহেলায় বিপন্ন শৈশব মাওনা বাজারে যৌথবাহিনীর ঝটিকা অভিযান: অস্ত্র ও গুলিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী আকাশ আটক শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় মায়ের মৃ/ত্যু বেগম খালেদা জিয়ার প্রয়াণে গাকৃবি উপাচার্যের শোক: জান্নাতুল ফেরদাউস কামনা ও শ্রদ্ধাঞ্জলি গাকৃবি শিক্ষক সমিতিতে নারী নেতৃত্বের জয়গান: সভাপতি ড. আইভী ও সম্পাদক ড. সাইফুল হাড়কাঁপানো শীতে কাঁপছে দেশ: ৬৪ জেলার তাপমাত্রার বিস্তারিত চিত্র কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহারের প্রবেশদ্বার তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: যেভাবে ডাউনলোড করবেন আপনার প্রবেশপত্র

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় মায়ের মৃ/ত্যু

গাজীপুরের শ্রীপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় সাবিনা ইয়াসমিন (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার দরগারচালা গ্রামের ডলফিন বেকারী মোড় এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাবিনা ইয়াসমিন ওই গ্রামের শওকত হোসেনের স্ত্রী। এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে একই এলাকার সামসুদ্দিনের ছেলে মো. সুজনকে (৩০)। খেলাধুলার মতো একটি আনন্দদায়ক বিষয়কে কেন্দ্র করে এমন প্রাণহানির ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের মাঠে স্থানীয় যুবকদের ব্যাডমিন্টন খেলা চলাকালীন নিহতের ছেলে শাওন সেখানে খেলা দেখছিল। রাত ১০টার দিকে শাওন খেলাটি বন্ধ করতে বললে সুজনের সাথে তার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিদ্যুতের অবৈধ সংযোগের তার ছিঁড়ে বাতি নিভে গেলে ক্ষিপ্ত হয়ে সুজন শাওনকে বেধড়ক মারধর করতে থাকে। ছেলের চিৎকার শুনে মা সাবিনা ইয়াসমিন তাকে বাঁচাতে এগিয়ে এলে সুজন তার ওপরও হামলা চালায়। প্রতিপক্ষের প্রচণ্ড আঘাতে সাবিনা ইয়াসমিন ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় আলহেরা হাসপাতাল ও পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. লাল চান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সুজন পলাতক রয়েছে। পুলিশ নিহতের পরিবারের অভিযোগ আমলে নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করছে এবং আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page