শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে তারেক রহমানের আগমন ঘিরে গণজোয়ার: বিসিক শিল্প পার্কে প্রস্তুতির চূড়ান্ত তদারকি প্রবাসী সম্মাননায় ভূষিত বদরুল মোক্তাকীন চৌধুরী: বুরুঙ্গা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা টঙ্গীতে ফুটপাতের দোকানের ফুটন্ত পানিতে দগ্ধ ৬ বছরের শিশু: অবহেলায় বিপন্ন শৈশব মাওনা বাজারে যৌথবাহিনীর ঝটিকা অভিযান: অস্ত্র ও গুলিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী আকাশ আটক শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় মায়ের মৃ/ত্যু বেগম খালেদা জিয়ার প্রয়াণে গাকৃবি উপাচার্যের শোক: জান্নাতুল ফেরদাউস কামনা ও শ্রদ্ধাঞ্জলি গাকৃবি শিক্ষক সমিতিতে নারী নেতৃত্বের জয়গান: সভাপতি ড. আইভী ও সম্পাদক ড. সাইফুল হাড়কাঁপানো শীতে কাঁপছে দেশ: ৬৪ জেলার তাপমাত্রার বিস্তারিত চিত্র কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহারের প্রবেশদ্বার তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: যেভাবে ডাউনলোড করবেন আপনার প্রবেশপত্র

সিরাজগঞ্জে তারেক রহমানের আগমন ঘিরে গণজোয়ার: বিসিক শিল্প পার্কে প্রস্তুতির চূড়ান্ত তদারকি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিরাজগঞ্জ আগমনকে কেন্দ্র করে জেলার সাধারণ মানুষের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও সাড়া লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে দোয়া মাহফিলের নির্ধারিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এই কথা জানান। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এই বিশেষ দোয়া মাহফিলকে ঘিরে পুরো জেলায় সাজ সাজ রব বিরাজ করছে। আগামী ১১ জানুয়ারি (রোববার) তারেক রহমান বগুড়া যাওয়ার পথে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় জেলা বিএনপির এই উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতি সিরাজগঞ্জের মাটি ও মানুষের জন্য এক আবেগঘন মুহূর্ত তৈরি করেছে। সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে সাধারণ জনগণ জাতীয়তাবাদের আদর্শে ঐক্যবদ্ধ।” পরিদর্শনকালে দোয়া মাহফিলের প্রস্তুতি সন্তোষজনক বলে তিনি উল্লেখ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। আয়োজকরা আশা করছেন, স্মরণকালের বৃহত্তম এই দোয়া মাহফিলে লাখো মানুষের সমাগম ঘটবে এবং সিরাজগঞ্জের রাজনৈতিক ইতিহাসে এটি এক মাইলফলক হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page