বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। ৩০ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬টায় দেশনেত্রীর মহাপ্রয়াণের সংবাদে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে আসে। এক শোকবার্তায় উপাচার্য মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের প্রার্থনা জানান।
শোকবার্তায় ভাইস-চ্যান্সেলর অত্যন্ত ব্যথিত হৃদয়ে উল্লেখ করেন যে, বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশ এক অপূরণীয় শূন্যতার সম্মুখীন হয়েছে যা গণমানুষের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া কেবল একজন বরেণ্য রাজনীতিবিদই ছিলেন না, বরং তিনি ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, দেশপ্রেমের মূর্ত প্রতীক এবং এক আপসহীন অদম্য নেত্রী। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তাঁর নিরন্তর সংগ্রাম, অসামান্য ত্যাগ ও সাহসিকতাপূর্ণ নেতৃত্ব চিরকাল অম্লান ও ভাস্বর হয়ে থাকবে। উপাচার্য আরও যোগ করেন যে, মরহুমার জীবন ছিল আদর্শ ও নৈতিকতার এক অনন্য উদাহরণ, যা শান্তিকামী মানুষের হৃদয়ে শ্রদ্ধার সাথে চিরস্মরণীয় হয়ে থাকবে। শোকবার্তা প্রদান শেষে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
